চতুর্দিকে মৃত্যুফাঁদ করিতেছে খেলা,
সময়ের বিপরীতে অযাচিত নিঠুর অবহেলা!


বৃষ্টি তো থেমেই গেছে অনেক আগে,
তবুও কেনো সিক্ত নয়ন,
অচেনা কোনো জলে-
হৃদয়ের ই অংশ সে;
সে জল যে তারই কথা বলে!


বিধিবাম এই বুঝি চির শ্রাবণ
এলো মোর দুয়ারে,
সে শ্রাবণে ভাসব আমি-
তুমি তখন বসন্তে,আলোকবর্ষ দূরে।


ক্ষণিকের জীবনে আজি বিদায় লগনে,
রিক্ততা আমার চারিদিকে,
তুমি নেই আমার ক্ষুদ্র গগনে-


কী ভীষণ বিরহ-বিধুর,
নিকশ আধাঁরের স্রোত হৃদয়ে জাগে,
বেঁচে রবে ভালবাসা হৃদয় পোড়া দাগে!


যেথা খুশি সেথা যাও স্বীয় সুখে,
প্রেমিক মরুক ভালবাসায়,
আকঁড়ে তোমায় শ্রাবণ-বসন্ত কিংবা দুঃখে!


যে রঙে নতুন প্রেমিক চোখ জুড়াবে,
জেনে নিও সে রং ই আমার চোখ পুড়াবে!
মহাসন্ধিক্ষণে মিলনের যোগ কবে ঝড়বে?
কোন প্রহরে আমার বারান্দায় তোমার ছায়া পড়বে!