সত্য মিথ্যার মত আলো-আধাঁরের ছায়ায়,
হয়তো কারো ভ্রান্ত মোহ কিংবা মায়ায়-
চলে যায় জীবন,যদি জীবনের মত করে,
তখন হয়তো আমি অন্য পারে,আলোকবর্ষ দূরে।


তবুও যেন রয়ে গেছে অযাচিত পিছুটান,
সত্য চিনেনি আমার বসুধা-
গেয়ে গেছে চিরায়ত মিথ্যার জয়গান!


মনে পড়ে?
নীরব অভিমানে জল লুকানোর ছুঁতো!
কত্তসব ছেলেমানুষি বায়না;
আজ হয়তো অভিমানে অন্যের বুকে মুখ লুকাও-
হয়তো তুমি অন্য কারো আয়না!


মনে পড়ে?
তোমার একটু অভিমানেই ই আমার অস্তিত্ব বিগলিত হতো।
যেন সমস্ত বিরহ,পীড়া জমাট বেঁধেছে এই বুকেতে,
সমস্ত হৃদয় যেন ই পোড়া ক্ষত!


কে বলেছে আমি ছেড়ে ভাল আছি?
আমি তো আঁকড়িয়ে ই মরে গেছি!
যেভাবে নাগপাশ ধীরে ধীরে মৃত্যু ঘটায়-
সুগন্ধি সজীব ফুল শুকিয়ে সুবাস হারায়।


শুনেছি,ছেড়ে যাওয়া বন্দরে নতুন এসেছে,
নতুন উদ্যমে নতুন বুকে প্রেমিকা ভেসেছে।
কই?আমার শুন্যতা তো তাকে ভোগায় নি?
আমার ভালবাসা তো তাকে পোড়ায়নি।
আমার জন্য তো সে আজন্ম প্রেমিকা হয়নি?


অথচ তার ভালবাসা আমাকে সতত জ্বালায়-পোড়ায়,
তাকে না পেয়েও-
কী ভীষণ ভাবেই না আমি তার আজন্ম প্রেমিক হয়ে গেছি!