সুজলা-সুফলা,শস্য-শ্যামলা;
রুপের নাইকো শেষ-
সুখ-সমৃদ্ধি,গর্বে ভরা,
আমার বাংলাদেশ।


নানান ধর্মের মানুষ এথায়,
থাকে মিলেমিশে-
এমন সুখের রাজ্য তুমি;
পাবে কোন দেশে?


নদী-মাতৃক আমার এ দেশ,
নদী মাছে ভরা।
কৃষি-ভিত্তিক অর্থনীতি;
কৃষিতে জীবনধারা।


খাদ্যাভাসে পরিচিত মোরা;
মাছে-ভাতে বাঙালী।
ফুল-ফলে সমৃদ্ধ এ দেশ,
বিচিত্র লতা-গুল্ম পাখ-পাখালী।


আতিথেয়তায় মোরা বিশ্বসেরা
কে আছে মোদের তুল্য?
রক্ত দিয়ে শুধিয়াছি,
মাতৃভাষার মূল্য!


লাখো প্রাণের বিনিময়ে,
পেয়েছি স্বর্গসম দেশ।
নহে কেহ মোদের সমান-
গর্বসম ইতিহাসের নেইকো শেষ!


অনেক মনীষী প্রতিভাবান,
জন্ম দিয়েছি মোরা।
বিশ্ব চিনেছে বীর বাঙালী-
সাফল্য মোদের বিশ্ব-জোড়া!


জন্মেছি আমি এই দেশে,
মরি যেন তাঁর তরে।
মায়া মমতায় পূর্ণ-জীবন
এমন সুখ কোথায় ঝড়ে।


সকল দিকে অগ্রগামী;
হচ্ছি আমরা বেশ-
সারা বিশ্বে পরিচিত,
সোনার বাংলাদেশ।