চাইনি শীত কুহেলীর জীর্ণতা অতিক্রম করে,
কসমস কিংবা ডালিয়া হয়ে থেকো।
বলিনি বসন্তে বনে পলাশ বা কৃষ্ণচূড়া হও;
কিন্তু,তুমি তো অবেলায় ঝড়ে পড়া শিউলি হয়ে রও!
অথচ আমি তো তোমাকে
গোলাপ নতুবা রজনীগন্ধা হিসেবে চেয়েছিলাম-
প্রতিটা হ্মণ,দিনের পর দিন,
বছরের পর বছর,সর্বদা সবসময়।
                                      
মহাসন্ধিহ্মনে মিলনের যোগ অতি স্বল্প,
তবুও তোমায় নিয়ে রচে চলি-
অজস্র কাব্য-গল্প।
বলো,কেন এ অযাচিত পিছুটান?
আমার সুরে সতত তোমার গান!


শাখায় বেঁধে থাকা ঝড়ে যাওয়া ফুল,
যদি ধরে রাখা কিছু হেয়ালীর ভুল-
একবার বল যদি মুখফুঁটে,
চলে যাব হাসিমুখে ওপারে
নিকশ অন্ধকার বিদঘুটে!