তুমি পাখি হলে-
আমি তোমার দিগন্তজোড়া ডানা;
অনন্ত-অসীম আমার আকাশ
তুমি মুক্ত-অবাধ,বিচরণের নেই সীমানা!


তুমি পালটে ফেলেছ বন্দর,
আমি আকঁড়িয়ে আছি শিকড়!
সে তুমি ভাল থাকুক-
আমার বুকে শ্রাবণ নামুক।


আমি চাই আমাকে খুঁজতে এসে তুমি দেখো,
কীভাবে মিশে গেছি আধাঁরের দেশে-
ফ্যাকাশে ধোঁয়ায় গোধুলির শেষে,
দেখিবে নষ্টশ্রেণী কুলভঙ্গ তীরে;
পারি দিতেছে অন্ধকারাবৃত্তের পথে-
আমারেই পাবে তুমি তাহাদের ভীড়ে!


অমোঘ সত্য রবি আর পদ্মিনীর শিয়রে;
প্রস্ফুটিত বহুল সাধিত প্রণয়।
স্বার্থসিদ্ধি আর ছলনার বহরে-
যেনে রেখো প্রিয়তমা,
নক্ষত্ররাজির মত তীব্র প্রেমও হবে ক্ষয়!


বেলাভূমির তীরে আমার অব্যক্ত কামনা,
মোহ-প্রার্থনা আধাঁরে ডুবে যায়;
অনিঃশেষ অনন্ত নিরবধি প্রেমের তীব্র বাসনা-
জীবনান্তের শেষ গোধূলিতেও তোমাকে চাই!