ভুল ঠিকানায়,আরাধ্যদেবতারে সমর্পণ;
অবলীলায়-
শাঁখের করাত-
হায়!
সে কি আর পায়?
অমরাবতী আর অমৃত যে ছাড়ে?
স্বপ্নের স্বাদ আর কতটুকুই বা তার পোরে?
বিসর্জনের উত্তাপে পোড়া জল
শেষবেলায় অষ্টাদশী প্রেমিকার
হাতে লাল বেতফল.....
গরলে গলা মক্ষিকা কি আর পায়;
যতটুকু শুধু চায়?
হায়!
অদৃষ্ট তোমার হাতে,খেলেছো স্বদিচ্ছায় তার সাথে;
মহাকালের পথে স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায়.....


জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রশ্নেরা অস্তে চলে যায়,
তবুও সে আর কত টা যায়!
হেমন্তের ধানক্ষেতের নরম ধূসর স্পর্শ,
সোনালী চিলের ঠোঁটের ডগায়....


শিশিরস্নাত মধুকুপির ঘাসে,সবুজবীথির ফসলের পাশে-
আগাজা তখন স্বপ্নবীজ আকড়ায়,
সোনার ফসল আজি কীটেরা মাড়ায়।
তাহারা বিলায়!
শকুনবধূ ফের শ্মশানে......


বিশীর্ণ জীবনে তৃষার্ত ভিক্ষার স্বাদ
হায় পায়,সে কি পায়?
চেয়েছিলো যে অগাধ.... অগাধ!