ঝরোঝরো এ বাদল সন্ধ্যায়,
মনে পড়ছে মোর অতীতের অধ্যায়।
পিছু টানছে মধুর স্মৃতি;
ভুলে যাওয়া কত সুখ-দুঃখের গীতি!


হয়েছি আজ রসাপ্লুত,
সংবেদশীল মন।
শীতল হাওয়ার মিষ্টি পরশ-
বাড়িয়ে দিচ্ছে তার শিহরণ!


বৃষ্টির জল তরঙ্গে;
মন উতলা নানা ঢঙে।


গল্প করার এই তো দিন,
মেঘ কালো তবু মন রঙ্গিন!
নিকশ কালো এই আঁধারে,
স্মৃতিরা সব ঘুড়েফিরে।


অতি রঞ্জিত আজ স্মৃতির পট,
হিমেল হাওয়া ছাড়িয়ে দিচ্ছে পাকিয়ে যাওয়া জট।
ধূসর সন্ধ্যায় সবই লাগে রঙিন,
পানের বাটলা ও আড্ডাখানা সময়ের সঙ্গিন।


সময় কাটছে মধুর আমেজে,
বৃষ্টির শব্দ নুপুরের ন্যায় বাজে।
মন বসে না কোন কাজে।
মনে সেজেছে স্মৃতির সাজে।


কত স্মৃতির মধুর পরশ,
রোমাঞ্চিত করে শরীর অবশ।
কত না স্মৃতি ঝড়ায় চোখের জল;
বিচ্ছিন্ন হয় সুখগুলো,দুঃখ বাঁধে দল।


স্নিগ্ধ,শীতল,শান্ত পরিবেশ।
কাঁটছে সময় সুখ-দুঃখে বেশ,
মন হারিয়েছে অতীতের পানে-
জানি নে সে ফিরবে কখন বাস্তব জীবনে!