কী যে অসহ্য বিষাদ-যন্ত্রণার বাতাস,
আমার ক্ষুদ্র শহর জুড়ে-
আমি এক ক্লান্ত অসহায় প্রাণ;
নিতান্ত ই ভবঘুরে!


তুমি এসেছিলে বসন্তের কোন এক নিশিতে,
তারপর রুপকথা হয়ে র‍য়ে গেলে;
বিরহবেলায় পুড়ি,অপেহ্মা চোখের চাহনিতে-
শরৎ,হেমন্ত কিংবা বসন্তে হৃদয়ে শ্রাবণ ফেলে!


চোখ দুটো খুব জ্বালাচ্ছে,পোঁড়াচ্ছে;
ভীষণ ভাবে ভাবাচ্ছে-
তীব্র আলোর ভিতরও দুচোখ জুড়ে নিকষ আঁধার।
অথচ এক সময় চোখ জুড়ে কত ই না রঙিন স্বপ্ন ছিল!


অন্ধকার মাতৃগর্ভের বদ্ধদ্বার,
কিংবা খোলামেলা আকাশের সীমাহীন বিশালতা-
কিংবা তীব্র ভীড়ের মধ্যেও তুমি আজন্ম একা!