প্রিয়তমা,
শহরে যে ক্ষণে হয়েছিল তোমার ভালবাসার সূচনা,
সেই মহাসন্ধিক্ষণেই আমার মৃত্যু হয়েছিল!


আমার এ রিক্তবেলায়,তোমার লীলায়-
কোন এক অনিন্দিত সূর্যাকরে-
ইচ্ছার বিরুদ্ধে হারালে আমায়;
অন্য কাউকে জড়ালে তোমার বাহুডোরে!


এ জীবনে তুমি আমার হবে না,
হয়তো নিঠুর নিয়তি এভাবেই লেখা-
প্রণয় নেশায় উন্মাতাল এ মন,
মিলে না মিলনের কাঙ্ক্ষিত রেখা!


যার হৃদয়টা পুড়ে যায়,
তার ব্যথা সে বুঝে হায়!
শীতের মত করুণ রুক্ষ হয়ে পড়ে-
যার সহ্য নেই,সে তো অকালে ই মরে!
জীবিতের প্রাণ-উচ্ছাস থাকে না ধরে।
দেবদাস দের গল্প বেঁচে থাকে যুগান্তরে!


তোমার বিশালতার মাঝে;
আমার হয়নি সূচাগ্র পরিমাণ ঠাঁই-
তবুও আমি যেন পরিপূর্ণ,
শুধু তোমার অপূর্ণতায়!


তবুও প্রেমিক গেয়ে যায় ভালাবাসার গান,
হয়তো অপেক্ষায় প্রত্যাবর্তনের-


ফিরে এসো আধাঁর শেষে প্রভাত রবির সাথে,
ফিরে এসো তীব্র কিরণে বেলাভূমির ধারে।
গোধূলির আবছায়া আলোয় মিশে যেও আমাতে-
ফিরে এসো আমার অশান্ত-উত্তল পারাবারে!


জীবন চলে যাচ্ছে অসম্ভের অসন্তোষে-
বিরহপীড়িত,ভাঙা হৃদয় কিংবা মিথ্যা আক্রোশে।
হয়তো দেখা হবে বছর কয়েক পরে-
হয়তো বা হবে না চিরতরে!


তাতে কি আসে যায়,
হৃদয়ের ই অংশ সে,হৃদয়েতে রয়!