যখন তোমার ষোল বছর বয়স,
তখন আমার সদ্য প্রস্ফুটিত চাঁদ ছোঁয়ার সাহস।
ভয়ঙ্করী কাল স্রোতে শুভ্রতার পানে ছোটা-
দিনশেষে আমি পুষ্প-ঝড়া শূন্য বোটা!


সোনালী রোদের কিরণ আসে-
নারকেল পাতার ফাঁকে;
অনেক বছর আগে,
আলতো রোদের আভায় দেখেছিলাম তাঁকে!


গাছটি আজ মৃত প্রায়!
বেড়েছে রোদের তীব্রতা-
প্রেমিকা চিনেছে নতুন ঠিকানা,
আমার দুয়ারে আসেনি কোনো বার্তা!


তুমি বরং দূরে চলে যাও,
যতটা দূরে গেলে মৃত্যুর মুখ দেখা যায়,
যতটা দূরে গেলে জীবন আমার মরুতে রুপ নেয়!
যতটা দূরে গেলে চিলের মত অনুভব লাগে-
বিরহ-বিলাসে ভালবাসার পুলক জাগে।


দূর হতে আমি তারে দেখিব-
গোপনে বিরহানলে পুড়িব!


সে-তুমি ভাল থাকুক,
ভালবাসা বেঁচে থাকুক।
কাল হতে অন্য কালে-
মেনে নিলাম নিঠুর নিয়তি,যা ছিল কপালে!