প্রেমিকা,
অক্ষির সমক্ষে তুমি অটল নিখাদ বিশ্বাসী,
আর অলক্ষের প্রতিবিম্বে অবিশ্বাসী ছায়া।
তোমার লক্ষ্যবস্তু পালটায়-
অথচ স্রোতের বিপরীতেও;
বিশ্বাসঘাতক প্রতিবিম্ব একই রয়ে যায়!


প্রচণ্ড ভিড় ঠেলে খুঁজে নিও,
অন্তত একটিবার হলেও ছুঁয়ে দিও।
সম্মোহনী সে ছোঁয়ায়;
বুকের মাঝে জমে থাকা কঠিন পাহাড় গলতে শুরু করবে!
অস্তিত্বের বিগলনে তা তোমার পারাবারে ই পতিত হবে-
একান্ত ই নিভৃতে তোমাতে মিশবে!


তোমাকে পাবার অনির্বার বাসনার হবে নাকো জলাঞ্জলি;
স্বপ্নে মোড়া নতুন পৃথিবী,তোমাকে দিব।
অস্তিত্ব দিব কিংবা বাঁপাশ,
বুকে জমা অনিঃশেষ কথাকলি।


তবে এই হোক মোর নিয়তি-
তোমার কালের সবটুকে জুড়ে এই প্রেমিকের গতি!