প্রেয়সী জেনে নিও-
তোমার প্রস্থানে সবাই দেবদাস হয়না,
তুমি চলে গেলেই,
সবাই অনন্তকাল অপেক্ষা করে না।
খুব করে প্রতিবেলার প্রার্থনাতে তোমাকে চেয়ে যায় না।
তুমি চলে গেলেই,
সবার মানুষ হওয়া হয়না।
তুমি চলে গেলেই বেঁচেও বেঁচে থাকা হয়না।
তবুও তুমি চলে গেলেই ভালবাসা থেমে যায়না!


মৃত্যু ব্যতীত সবকিছু আপেক্ষিক বটে!
তবে এতটুকু জেনে নিও প্রেমিকা-
প্রেমিকের ইচ্ছের বিরুদ্ধে কিংবা স্ব-ইচ্ছায় চলে গেলেও,
তোমার সত্যিকারের প্রেমিকের কাছ থেকে,
তুমি কখনো যেতে পারো না-
কখনোই না!
যে তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে,
যার বেঁচে থাকা তোমার হৃদস্পন্দন হয়ে গেছে,
যার ধমনী,শিরা-উপশিরায়,অস্তিত্বে তুমি মিশে গেছো-
আচ্ছা চলে গেলেও তার থেকে কি আদৌও চলে যাওয়া যায় বলো?