মানুষ আর কতো বাঁচে! বলো?
মরে যাই কোন এক ছোট্ট শব্দ-বাণে.........
মরে যাই বাক্যের শুরু থেকে শেষের মাঝে!
একটা সময় সত্যিই সবাই মরে যাই কারো না কারো জীবনে!
রুপকথার ফিনিক্স পাখি নেহাত কল্পনা ই!
সব তো থাকেনা রয়ে,পুরানো অভ্যাস হয়ে।
সত্যি জানো কি? আসলে জীবনের মাঝেই জীবন মারা যায়!
.


তবে মিছেমিছি কেনো অভিমানের খেয়ায় ভাসা?
এই  বেলা................ অবেলায়,
আমার পারের বৈতরণি একটা প্রিয় কন্ঠ,
ঝগড়া-খুনশুঁটির একটা মিষ্টি ফোন কলের অপেক্ষায়!
পার করে নাও মোরে,নিখাদ অবিচ্ছিন্ন ডোরে।
কোকিল হয়ে অভিমান ভাঙাও দুপুর,সন্ধ্যা,রাতভরে........
আমি যে এক ক্ষুদ্র বালুকণা তোমার সমুদ্রে-
কিংবা নিতান্তই এক নুড়িপাথর তোমার বিশ্ব চরাচরে!