অতৃপ্ত কিন্ত বিমুগ্ধ নয়নদ্বয়;
সতত তোমার পানে চেয়ে থাকে-
আমার ভালবাসা শুধু তোমার জন্য,
তোমাকে পাবার আশা,দুচোখ ঘিরে রাখে।


শোনো মেয়ে?
এভাবে থেকো নাকো চেয়ে,
হয়তো সন্তর্পণে জড়িয়ে বলবো-
ক্ষণকালে মহাকাল আমার,তোমাকে পেয়ে!


গ্লান্ডে জমে থাকা অজস্র জলের ঢল নেমেছে,
মনে হয় তা মিশেছে আনন্দধারার নব স্রোতে-
জীর্ণ শাখে নব পুষ্পপত্র,পুলকসঞ্চার পুরাতন ক্ষতে!
ক্ষণকালের শুভদৃষ্টি যেন মহা ঘোর,অনির্বার মায়া-আকর্ষণ;
অনন্ত কালের পরে,একান্তই তোমার তরে।
এই প্রেমিকের ডোপামিন নিঃসরণ!


আমার হৃদয় তোমাকে চিনেছে,
তা থেকে বড় সত্য আর কিছু নয়!
তোমাতে থাকুক আমার অস্তিত্ব-
তোমাতে ই হোক ক্ষয়।