পথিক ই সৃষ্টি করেছে পথ;
পথ কি রেখেছে তা মনে?
চিনেছে সে নব পথিকে-
মিশেছে প্রাণের সনে!


শেষবারের মত চক্ষু বুজিয়া আসে,
রোদের দরুন শিশির হারায় যেমন ঘাসে!
ঘোর আধাঁর নেমেছে,আজি বিদায় রাতে-
অন্য দিগন্তে যাত্রা তব,অন্য কারো হাতে।


খুঁজেছ যে ভালবাসা-
পেয়েছো কি এক বুক জ্বালা!
দেখেছো কি ঘোর অমনিশা,
কি করুণ বিভীষিকা!
অনুভব করেছ কি মৃত্যুর মত শীতলতা?


ভালবাসার মরীচিকা বাপাশের বুক,
জন্তুর মত খুবলে খেয়েছো;
কামবাসনা পূর্ণ করেছো,
খুব করে ভালবেসে ছোঁয়াওনি সুখ!


শুনেছি ভালবাসা জালনা ভেঙ্গে পালিয়েছে -
থেমেছে কী সমস্ত চাওয়া-পাওয়া,?
পূর্ণতা পেয়েছে স্বার্থসিদ্ধি।
আছে কি বাকি কোনো আকাঙ্ক্ষা?
কী নাম পেলে ভালবেসে?
দেহভোগী,গণিকা,প্রেমিক নাকি প্রেমিকা?