মনে আছে সেদিনের কথা,
এক জ্যোৎস্নায় চাঁদের আলোয় ভেসে গেছিলাম দুজন!
অথচ আজ বদলে গেছে জীবনপ্রবাহ-
ভীষণ করুণ নিশিথের মত নির্জন।


এখন চাঁদের আলোর রুপ-রস,গন্ধ,
অস্তিত্ব,সৌন্দর্য আমায় আর ভাবায় না,
জ্যোৎস্নাময়ী রাতে আমার
জ্যোৎস্নাবিলাস হয়না!
নিজেকে বড্ড চিলের মত একা মনে হয়।
আচ্ছা,প্রেমানলে পুড়লে ই কি মানুষ প্রেমিক হয়ে যায়?
চাঁদের আলো অসহ্য তীব্র পীড়ার কারণ হলেই কি মানুষ অমর প্রেমিক বিবেচিত হয়?


ভালবাসলে বাঁধা-বিপত্তি আসবে;
সাথে আসবে কলঙ্ক।
কলঙ্কের ভয়ে যে প্রেমিকা বন্ধন ছেড়ে চলে যায়,
সে আর যাইহোক,অন্তত প্রেমিকা নয়!


ভালবাসার উচ্ছিষ্ট হচ্ছে কলঙ্ক,
তা যদি বইতে ই না পারো,
তুমি অন্য হৃদয়ের পীড়া বইবে কিভাবে?
তবে তুমি দূর হতেই ভালবেসো,
দূর হতেই চেয়ে যেও,কষ্টবিলাসী স্বভাবে!


আমার দ্বারা আচ্ছাদিত ভালবাসার চাদরে,
ভালবাসাপূর্ণ হৃদয়ে যার কলঙ্কের ভয়-
তবে তার সাথে আমার অন্য সম্পর্ক,
ভালবাসা নয়!