প্রেমে পড়লেই মানুষ কেমন বদলে যায়!
খানিকটা নির্ভরশীল হয়ে পড়ে অন্যের উপর,
নিজের ভাল থাকা,সুখ-দুঃখ অন্যের হাতে তুলে দেয়-
প্রেমে পড়লেই মানুষ ঘুড়ি হয়ে যায়!
যার লাটাই থাকে প্রেমিকার হাতে।
সেদিন রাস্তার পাশে স্বর্ণলতা কে দেখলাম-
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বরই গাছটিকে,
যেমন ভাবে প্রেমিক-প্রেমিকাকে জড়াতে চায়।
আচ্ছা,গাছটি কি স্বর্ণলতিকাকে ভালবেসে আশ্রয় দিয়েছে?
নাকি করুণা করে?
সে করুণার ছত্রতলে আদৌ কি ভালবাসা আছে?
করুণা ই ভালবাসার আধাঁর!
যার ছত্রতলে ই গড়ে উঠে ভালবাসা।
ভালবাসলেই ই মানুষ নীলপ্রিয় হয় উঠে,
ভালবাসলেই প্রেমিক কষ্ট পায়-
তবুও মানুষ ভালবাসে!
আচ্ছা মানুষ কি বড্ড কষ্টবিলাসী প্রানী?
যে জেনেশুনে বিষপান করে,
ভালবাসা তেই মরে।
ঈশ্বর তুমি গাছটিকে প্রেমিক করে দাও।
স্বর্ণলতা কে দেওয়া করুণার ছত্রতলে ভালবাসায় ভরে দেও!


ভালবাসার পূর্ণতায় প্রেমের মরণ,
অপূর্ণতায় বেঁচে রয় ভালবাসা আজীবন-
তবুও প্রেমিক বাঁচে ভালবাসার তরে,
জেনে শুনে বিষপান অনিবার মোহঘোরে!
প্রেমিক ই আমৃত্যু ভালবাসার ধারক-
সে ই প্রকৃত ভালবাসার স্মারক


ঈশ্বর,তুমি সবাই কে প্রেমিক করে দাও!
যে ভালবাসাতে প্রাপ্তি থাকে,
ভালবাসা না থাকুক-
অন্তত মানুষের সারাজীবনের লালিত স্বপ্ন বাস্তবে রুপ নিক।
আজন্ম চাওয়া,প্রেমিকা কে জড়িয়ে রাখুক;
ভালবাসার মানুষটির সাথে সমগ্র জীবন কাটুক-
তার কোলে ই শেষ নিঃশ্বাস পড়ুক।
ঈশ্বর,তুমি সবাই কে কষ্ট বিহীন প্রেমিক করে দাও!