সর্বপ্রথম প্রথম মোর প্রণতি,
রইলো তাদের তরে-
যাদের কারণে এলাম আমি;
এই ধরণীর পরে!


শিশু যখন এই পৃথিবীতে;
দেখে আলোর মুখ।
উদগ্রীব হন মা-বাবা,
সৃষ্টি করতে সুখ।


ছায়া হয়ে থাকেন পাশে,
বাঁধা-বিপত্তি যতই আশে।
দেখিলে সন্তানের মুখ;
ঘুচে যায় তাদের সকল দুখ!


করবে মোদের আদর্শ মানুষ,
এই তাদের আশা।
হাজারো স্বপ্ন আমাদের নিয়ে;
বুনে স্বপ্নের বাসা।


সারাটি জীবন আত্মহুতি দেয়-
মোদের সুখের লাগি,
ভাগি করে তাদের সুখের;
করে না দুঃখের ভাগি!


রিপুর তাড়নায় কিংবা প্রমাদ বশে,
দেই মোরা তাদের কষ্ট।
তবুও তারা সহ্য করেন;
হন না তো রুষ্ট।


স্রষ্টার সেবা করার আগে
করো তাদের সেবা।
তোমার মত মহা সাধক!
এ ধরণীতে আছে কেবা?


মা-বাবা ঈশ্বরসম,
নহ কেহ তাদের তুল্য।
সমগ্র ভুবন দিয়েও তুমি-
শুধিতে পারবেনা তাদের মূল্য!


সকল কিছুর উর্দ্ধে তাঁরা
অশেষ তাদের গুণ কীর্তন।
তাদের প্রশংসা বলে লিখে
শেষ করতে পারবেনা কোনো জন।


হে ঈশ্বর,হে আল্লাহ,
মোর প্রার্থনা রইলো তোঁমার তরে-
সেবা করতে পারি তাদের;
যেন যুগ-জনম ধরে!