আমি হিমালয় দেখিনি,
কিংবা প্রসান্ত মহাসাগরের গভীরতা অনুভব করিনি,
কিংবা বিশালাক্ষীরর বিশালতায় অবাক হয়নি!
কিন্তু আপনার ত্যাগ-তিতিক্ষা,নেতৃত্ব;আপনার ব্যক্তিত্ব,চরিত্র,সততা কর্মনিষ্ঠা
আমাকে মুগ্ধ করছে!
অকপটেই নিজেকে জিজ্ঞাসা কি করেছি-
আপনি কি মানুষ?


আপনি রক্তে মাংসে গড়া অবয়বমাত্র!
কিন্তু সকল বৈশিষ্ট্য দেবপ্রাপ্ত।
মানুষ এমন হতে পারেনা স্যার!
তাইতো আপনি জন্মামান না বারংবার।
আপনি বাংলার না,আপনি সারা পৃথিবীর!
সকল মানুষের!


কে বলেছেন আপনি নেই
অনুভব করি আপনাকে মুজিব ধ্বনি শুনি যেই!
তুঁমি বাংলার আকাশে ভোরবেলার রক্তিম সূর্য;
তুঁমি ই প্রতিটা প্রতিবাদের রণতুর্য।
শত্রুর হৃদকম্পের কারণ আপনি,
আপ্নাকেই সর্বকালের শ্রেষ্ট বাঙালী মানি-


যেখানেই থাকুন ভাল থাকুন।
এই কামনাই করি;
আপনার বলীয়ানে ই বাঁচি যেন-
আপনার চেতনায় ই মরি!