এমনও বর্ষণমুখর দিনে;
প্রতিক্ষণে ভেবে যাই তারে।
এসেছে দুঃখের শ্রাবণধারা-
তুমি কিংবা সুখের বৃষ্টি আসেনি মোর দুয়ারে!


তোমার সাথে বৃষ্টিবিলাস,
আমার আজন্ম স্বপ্ন রবে-
অতিক্ষুদ্র এ নর জীবন;
সব স্বপ্ন কি আর পূরণ হয় ভবে!


কোথায় ছিলে সে সারদপ্রাতে?
তুমি ছিলে সকল চাওয়া-পাওয়া -
চিন্তাভাবনা,অস্তিত্ব  কিংবা প্রার্থনাতে!
তুমি কি শরতের সাদা মেঘের ভেলা?
সতত ভেসে চলে সমস্ত আকাশ জুড়ে।
তুমি কি অন্য মাঠে প্রস্ফুটিত কাঁশ?
যার আমার কংক্রিটের শহরে বিরাজ নেই!


এসো হে নব অতিথি,
এসো আমার দুয়ারে-
শিউলি ঝড়া প্রাতে,
শরতের নীলাকাশে শুভ্র মেঘের ভেলায়,
সাদা কাঁশের সাগরে।


শরতের এ স্নিগ্ধ সমীরণে-
মিশে যাও আমার মনে-প্রাণে!