অশ্রাবণে ঝিরঝিরে বৃষ্টি ফোঁটায়,
যদি কেউ অলক্ষে জল লুকায়-
বুঝে নিও সে প্রেমিক ছিল;
কোন প্রাপ্তি,মিলন কিংবা সম্ভোগ ছাড়াই!


যদি নিজেকে খুঁজে পাও শুভ্র মেঘদলে,
হয়তো কেউ আকঁড়েছে নানান ছলে।
তুমে রবে না তার জীর্ণ আকাশে-
বেঁচে আছো অন্য কারো ঘাড়চাপা নিঃশ্বাসে!


শমনের ডাক আসিতেছে নিকশ আধাঁরে;
কুল খুঁজছে কুলহারা নিথর পাথারে।


শত বৎসরের ঘোর আধাঁর আসবে দিনশেষে,
চক্ষু বুজিয়া আসিতেছে;
তবুও অপেক্ষায় প্রেমিক-
নিখাদ অটল অন্ধ বিঃশ্বাসে!