একরাশ স্বপ্ন দিয়েছিলে,
হাজারো ব্যস্ততার ভিড়ে তা কখনো পূরনের অবকাশ পাওনি !
ধন্যবাদ তোমায়,মিথ্যা আশার সাগরে আবগাহনের জন্য।
তুমি চলে গেলে মৃত নদীর মত শীতে,
যেখান থেকে নবযৌবন প্রাপ্ত হয়ে ফেরার কোনো রাস্তা নেই!
তবুও আমি অপেক্ষায় আছি!
আমি চাই তুমি ফিরো-
জনকোলাহলের সমুদ্রকে অতিক্রম করে।
বসন্তের ন্যায় নব পল্লবে পল্লবিত হয়ে;
অতীতের জীর্ণতা কে দূরে ঠেলে,
ঝড়ের ন্যায় বিধংশী রুপে,
হৃদ মাঝে ভূমিকম্প তুলে তুমি ফিরে আসো।
আমি অপেক্ষায় ছিলাম এখনও আছি,
তুমি ফিরে আসো-
হৃদয়ে যে ভয়াবহ দাবানল সৃষ্টি করেছ,
প্রত্যাবর্তনের শীতল জলে তা নেভাও।
আমাকে ভাসাও!
অশ্রুসিক্ত করো আমাকে সুখের বন্যায়।
অপেক্ষায় ছিলাম,অপেক্ষায় আছি।
তুমি তোমার মনবায়ুর গতিবেগ পরিবর্তন করো!
ফিরে এসো সেই চিরচেনা নীরে,
শত বাধা বিপত্তি অতিক্রম করে।
ফিরে এসে দেখ আজো আমি তোমারই আছি।
অপেক্ষারত ছিলাম,আজও আছি,
স্রষ্টার কাছে শুধু তোমারেই যাচি।।
ফিরে এসো তুমি,
অপেক্ষায় ছিলাম অপেক্ষায় আছি!