পাখির বাসার মতো কালবৈশাখী তে ভেঙে পড়ছে কত-শত আশ্রয়!
ইংরেজিতে " অ প শ ন "- আর বাংলায় বিকল্প!
ভালবাসার দাঁড়িপাল্লায় অপশন ই ডিনামাইট হয়ে ফাটল ধরাচ্ছে!
একটা সময় সবকিছু গুটিয়ে যায়-
একসময় তো ছেড়ে কিংবা বেঁচে দিতেই হয় সব.......……
তখন না হয় হৃদয়ের জমিটুক আমাকেই দিও!
.


তুলে রাখা প্রশ্ন অভিমানের কালো মেঘে জমাটবাঁধে-
শূন্যতার ধারাপাতে এক অমীমাংসিত হিসাব!
কী আসে যায়,কার কতোটুকু?
যোনির কাছে শুক্রাণুর যাওয়ার তাড়া আছে!
আকাশের কাছে মেঘের,সাগরের কাছে নদীর।
জীবনের কাছে জীবনের যাওয়া আছে শুধু!
আমার কাছে তোমার কিংবা তাড়ার কাছে সত্যিই কারো ফেরার নেই!


অথচ সবাই স্বপ্ন দেখে কিংবা শুনতে চায়-


" যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমায় ছাড়ব না! "
একবার তো হাত ধরে বলা যায়- 'আমি তো আছি তোমার সাথে...........


.
সবাই চায় রাজধিরাজের মত প্রেমিক/প্রেমিকা-
যে অকাতরে দিয়ে যায়,অথচ নেয়না কিছুই।
যার অভিধানে 'অপশন' নামক অচ্ছুত শব্দ নেই,
যে জানে নিজের মানুষকে আগলে রাখতে হয় নিজের সবটুকু দিয়ে!