তারপর হঠাৎ ই একদিন সব ফিকে হয়ে যাবে!
আর কেউ অনবরত কথা বলবেনা,
তাকে খুজেঁ পাওয়া যাবেনা আড্ডাতে,
হাসির ঢেউয়ে উপচে পরা নদীতে ভাটা আসবে।
স্বপ্নগুলো অন্ধকারে চার দেয়ালে বন্দি থাকবে!
কেউ হারিয়ে যাবে মৃত্যুর পারাবারে!


পুরানো ছবির এলব্যাম,
অসংখ্য স্মৃতি বিজড়িত জায়গা;
ক্ষত টা আরো বাড়িয়ে দিবে।
আলোকিত আশার প্রদীপ নিভে যাবে,
আঁধারের ভয়ে কুঁকড়ে যাওয়া মানুষটা ই আঁধার আপন করে নিবে!
সে অন্ধকারে ই ভাল থাকবে।


প্রকৃতির তাণ্ডবলীলা তো সর্বদা ই ভয়ংকর আর বিধ্বংসী ই বটে।
কিন্তু তোমার শুন্যতায় কারো ভেতর অবিরাম ঘটতে থাকা-
নিরব ধ্বংসলীলার শব্দ তোমার কর্ণকুহরে পৌঁছাবে না!
কেউ হয়তো নতুনের সাথে ভাল থাকবে
কেউ অতীত আঁকড়ে রাখবে!
কেউ ভুলতে পেরে সুখী হবে-
কেউ না ভুলে দুঃখী রবে।


তারপর হঠাৎ ই তোমাকে ইচ্ছার বিরুদ্ধে ভুলতে গিয়ে- আরো বেশী ভালোবেসে ফেলবো,
তোমাকে দূরে সরাতে গিয়ে,
আরো বেশী আষ্টেপৃষ্ঠে জড়াবো!
ঘৃণার ছত্রতলে তীব্র ভালবাসা ই প্রকট হবে,
অনুরণ জানো?
ভালোবাসা কখনো হারায় না,
কখনো নষ্ট হয় না-
কোন না কোনভাবে তা থেকেই যায়।
দিনশেষে তোমার জন্য জমে থাকা বিন্দু বিন্দু জল ই ধ্রব সত্য।
ওটা কখনো মিথ্যা হতে পারে না,
ওটা কখনো মিথ্যা ছিলো না!