এই যে যেমন নিয়ত সন্ধ্যা হয় পৃথিবীতে;
সেদিনও এমন সন্ধ্যা হবে,রাত হবে।
শুধু নিশুতিরাতে জ্যোৎস্না নিভিয়ে,
চিরশান্তিতে বুজে থাকবে এ পোড়া চোখ।
আমার গায়ে লেগে আছে অচ্যুত এক মৃতগন্ধ।
সুগন্ধি সাবান,ডিটারজেন্টে কোন কিছুতেই যায়না সে ঘ্রাণ!
মৃত্যুর সাথে দেখা হয় রোজ.......
চোখাচোখি হয়,তারপরে সে আড়ালে ক্রমাগত খেলা করে।
অসহ্য হয়ে উঠে জীবন,মৃত্যু কেঁদে ওঠে প্রচন্ড উল্লাসে।
আত্মহত্যার সঙ্গে সহবাস করি আমি রোজ........


তোমার চোখের কৃষ্ণবিন্দুতে এমন এক মায়ামরীচিকা জড়ানো আঁধারে,
আলো ছেড়ে স্নানে নেমেছিলাম একদিন;
তুমি হয়তো কোনো প্রতিমা ছিলে......
তোমাকে বিসর্জন দেওয়ার পর-
স্নান করে আমার আর উঠে আসা হলো না.....
মরে যাচ্ছি আমি-
ডুবে মরছি সে জলে!


আহা,পবিত্র পাপের শাস্তি..............