অরিত্রি,
তুমি বরং আরেক বসন্তে এসো-
পরের বসন্তে;
কিংবা আরো পরে-
কিংবা জীবনসায়াহ্নের কোন এক বসন্তে,
ক্ষণকালের জন্য হলেও তুমি এসো......
এক অদ্ভুত অনন্য বসন্ত নিয়ে,
অমরাবতী'র অধিশ্বরী;
কিংবা অক্ষৌহিণী অনিন্দ্য পারিজাত হয়ে!


রবির সমস্ত ফুলঝুরিতে,
উদাস করা সুরের গাহুক পাখির গানে,
দিব্যলোকের অমৃতের সুধারস নিয়ে,
তুমি এসো অসূর্যম্পশ্যা নিষ্প্রাণ,রঙচটা জীবনে।
এসো শতবৎসরের লালিত হৃদয়দলে-
তুমি এসো এক অনন্য বসন্তে,
অনন্তযৌবনা সংগীত-মুখরিত,কবিতা গগনে,
সমস্ত রুপরস গন্ধ তরঙ্গ শীর্ষে তুলে। 
দিতে পারো আছে যত-
মধুকরের শিল্প মনে......