আমি দেখেছি কীভাবে বদলে যায় সমস্তকিছু,
দ্রুততালে কিংবা মন্থরগতিতে -
বদলে যায় দিন,মাস-কাল,
বদলে যায় ঋতু,বদলে যায় কয়েক সভ্যতা।


আমি সবকিছুর পরিবর্তন দেখেছি-
পরাজিত হয়ে কিংবা ইচ্ছার বিরুদ্ধেও তা মেনে নিয়েছি,
শুধু মানতে পারিনি তোমার অপ্রত্যাশিত বদলে যাওয়া-
আমি দেখেছি তোমার আকস্মিক বদলে যাওয়া চোখ।
সময় ডালে বিরান আর্তনাদধ্বনিতে ঝড়া পাতার শোক!
মানতে পারিনি তোমার আমৃত্যু অন্যের হয়ে যাওয়া,
তুমি কখনো জানোনি কিংবা শোনোনি-
তোমার হঠাৎ বদলে যাওয়াতে ই আমার অপমৃত্যু হয়েছে!


আমি দেখেছি অজস্র নক্ষত্রের পতন-
দেখেছি চন্দ্র-সূর্যের পরিবর্তন।
অনন্ত তারকাখচিত আকাশও মেঘে রুপ নেয়!
একসময় বসন্তী রংও ফ্যাঁকাসে হয়।


মৃত্যু ব্যতীত আপেক্ষিক সবই,
সত্যিই,বৃথা সব আয়োজন!
আমি তো দেখেছি সবাই পরিবর্তিত হয়-
ঠিক যার যতখানি প্রয়োজন।