অন্ধবিশ্বাস আর ভুল ভালবাসা মানুষকে মানুষ হতে দেয় না,
কুরে কুরে খায়......যুদ্ধ শুরু হয়ে যায়-
সংস্কার,রীতি-নীতি আর বাস্তবতার বিরুদ্ধে।
ভালবাসার মানুষটির অযাচিত কদর্য রূপ দেখার পর -
‘ভালবাসা’ যে কি সেটা নিয়েই বিভ্রান্ত হয়ে পড়ি..........
ভালবাসা হয়ে দাঁড়ায় অজ্ঞেয়,অনাবিষ্কৃত-
এক অসংজ্ঞায়িত বিষয়!


আমার কোনো ফাগুন নেই-
কোনো ভালোবাসা দিবস নেই।
আমার কোনো পহেলা বৈশাখও নেই।
বিকৃতরূপের ফাগুন,বৈশাখ কিংবা ভালবাসা দিবস;
কোনোটা ই আমার চাই নাহ্!
যেখানে ভালবাসার জন্য,
সংস্কৃতি বিকৃতির জন্য বিশেষ দিন প্রয়োজন,
সেখানে আমার কোনো বিশেষ দিনের আবশ্যকতা নেই!


আমার কাছে প্রতিটা দিনই ভালবাসার,প্রতিটা দিনই সংস্কৃতি রক্ষার।


মাঝে মাঝে মনে হয় ভালবাসা এক বড় ধরণের তামাশা,
যা মানুষকে বিভ্রান্ত করার জন্যে,
অশান্ত পৃথিবীতে তাকে শান্ত রাখার জন্যে উদ্ভাবিত হয়েছে।
চতুর্দিকে সর্বত্র শুনছি ভালোবাসার কথা-
ধর্ম,বিজ্ঞাপন,সাহিত্য,রাজনীতি কোথাও বাদ নেই!
প্রত্যেকেই সর্ব দুঃখের,সর্বরোগের ওষুধ হিসেবে,
দাঁড় করে রেখেছে ভালোবাসাকে।
নিদারুণভাবে দেহ ও আত্মার সাথে প্রতারণা করছে।
বলতে বড্ড বাঁধে-
আমি 'ভালবাসা'শব্দটিকে এখন ঘৃণা করি।


তুমি কিংবা ঈশ্বর,
কাউকেই আমার প্রয়োজন নেই!
আমি জেনে গেছি-
ভালবাসাও স্বাধীনতার মত নিছক প্রতারিত শব্দ মাত্র!