তোমার জন্য -
যদি আমার দামি শার্ট টা ই পরতে হয়,
সবচেয়ে ভাল পাঞ্জাবী বা ড্রেস টা ই পরতে হয়;
দামি বাহারি জুতা পরতে হয়,
তুমি দেখবে বলে সুন্দর হেয়ার স্টাইল করতে হয়,
গায়ে সুগন্ধী মাখতে হয়,
দামী সানগ্লাস ই চোখে দিতে হয়,
তোমার সম্মান রহ্মার্থে যদি আমাকে স্মার্ট হতে হয়!


তোমার জন্য যদি আমার দামি বাড়ি-গাড়ি থাকা লাগে,
যদি আমার বড় মাপের চাকরি কিংবা ব্যাংক ব্যালেন্স থাকা লাগে,
দর কষাকষির বাজার সব ই,
তবে তোমার সঙ্গে অন্য রকম সম্পর্ক,
প্রেম নয় আমার!


প্রেম হলে আমার যা কিছু ভাল কিংবা খারাপ,
নিখুঁত বা খুঁত,যা কিছুই ভুলভালে ভরা অসুন্দর থাক,
সামনে গেলে ভালবাসবে,
আমার অবস্থান বা যোগ্যতা দেখে নয়,
সব বাচবিচার ছাড়াই আমাকে গ্রহণ করবে;


কে বলেছে প্রেম খুব সহজ?
চাইলেই হয়!
চারিদিকে এত যে নারী-
কই?
প্রেমিকা তো দেখি না!


(A Reply To Poet Taslima Nasrin's
''Prem'' poem☺)