প্রিয়জনকে
   -রুদ্র মানিক


তোমার প্রিয়জনকে না হয় দিও;
তোমার অনিঃশেষ অব্যক্ত প্রিয় কথামালা -
আমায় না হয় দিও,
অদ্ভুত একাকীত্ব কিংবা একবুক জ্বালা!


তোমার প্রিয়জন কে না হয় দিও,
শিশিরস্নাত পবিত্র অনিঃশেষ কথাকলি-
করুণা করে হলেও আমায় দিও;
আধোআধো বোল কিংবা অস্ফুটানো বুলি!


যদি পারো প্রিয়জনকে প্রিয় গানটি দিয়ে দিও-
তার প্রিয় গানের রসটুকুও নিও।
আমায় না হয় দিও-
অখ্যাত ছন্দের কর্কশ সুরের গান।


তোমার প্রিয়জনের জন্য না হয় হয়ো -
বর্ষার ভরাযৌবনা কিংবা শঙ্খচিলের অবাধ ডানা ঝাপটানো শান্ত নদী-
আমায় না হয় দিও অটল পাহাড়ের অনিয়ত স্পর্শ,
সম্ভব হয় যদি!


তোমার প্রিয়জনকে না হয় দিও,
তোমার প্রিয় সকল কিছু-
আমায় না হয় দিও;
অপ্রিয়কর উচ্ছিষ্ট,বেদনার ধ্বংসাবশেষ-
নিতান্ত ই তিক্ত,অপ্রয়োজনীয় অল্পকিছু।


প্রেয়সী,
ভুলেভরা মিথ্যা ছলনা কিংবা করুণা করে হলেও-
তোমার প্রিয় কিংবা অপ্রিয়,
অস্তিত্বের কোনো খন্ডাংশে ঠাঁই দিও!