এমন কবে হবে?
সবাই সুখে রবে।
থাকবে নাতো হানাহানি-বিদ্বেষ,
সবাই শান্তিতে জীবন কাঁটাবে বেশ।


কখন হবে তাঁর আগমন?
যার প্রতীক্ষায় ব্যাকুল জনগণ।
ধরবে কবে হস্তে রণতুর্য?
ছড়াবে কবে এই ধরাতে-
সুখের আলোরুপ সূর্য!


হবে সে মানব-দরদী,
করবে দেশের সেবা।
তাঁহার মহৎ কার্যে বাঁধা দিবে,
এহেন শক্তির মালিক আছে কেবা?


পড়ে রবে দেশের কল্যাণে;
কুন্ঠাবোধ করবে না দিতে প্রাণ!
সবাই রবে সুখ-শান্তিতে-
চর্তুদিকে সুখরূপ স্নিদ্ধ ঘ্রাণ।


নরক সম এই ধরাতে,
আসবে কবে এমন মহামানব?
সুখে থাকবে জনসাধারণ,
ধ্বংশ হবে অশুভ শক্তি,দৈত্য-দানব।


হে বিধাতা,
কবে পাঠাবেন এমন মহামানব?
সবাই কে দিবে সুখ-শান্তিতে দীক্ষা।
তাহার আগমনের অপেক্ষায় অমরা-
রইলো মোদের অমোঘ প্রতীক্ষা!