কবিগুরু, খোলা চিঠি
দিলাম তোমার কাছে।
জানতে বড্ড ইচ্ছে হয়;
অনুপম ক্যামন আছে?


আজ কি কল্যাণীর অপেক্ষায়,
তাহার দিন বহে;
আছও কি ডিগ্রিধারী ছেলেরা,
ব্যক্তিত্বহীন রহে?


হারিয়ে গেছে কোথায়,
তোমার নিরুপমা?
জীবন গেল দুঃখ-কষ্টে;
কষ্টে পাথর জমা।


কোথায় তোমার দুরন্ত ফটিক, অবুঝ কিশোর বালক।
মাতিয়ে রাখত পাড়া গাঁ,
দুরন্তপনায় মত্ত জীবন রথের চালক।


কোথায় তোমার  ছায়ামানবী দিদি?
যাহার চরিত্রে রুপায়িত ভালোবাসারূপ বিধি।
.
কোথায় তোমার প্রকৃতি প্রেমিক
কোন প্রকৃতিতে মগ্ন?
যার হতে প্রকৃতি প্রেম,
সবেতে হয়েছে জাগানো।
.
তব সৃষ্ট সকল চরিত্র,আজও চিরন্তন।
তাহার মধ্যে সকলে পায়,তোমার অবস্থান।।