আমাকে সে নিয়েছিল ডেকে-
বলেছিলো;
এ অনিয়ত হৃদ স্পন্দন,
এই আকস্মিক ব্রাডিকার্ডিয়া কিংবা ট্রাকিকার্ডিয়া,
অষ্টপ্রহরের নিয়ত অ্যারিথমিয়া তুমি।
দম বন্ধ হওয়া নিঃশ্বাসে,অটল বিশ্বাসে,
আরাধ্যদেবতার মত,তোমায় পূজি সতত-
এর নাম ভালবাসা বুঝি?


বলেছিলো-
তুমি চাইলেই যেতে পারো সূর্যাস্তের মত আঁধার দিয়ে।
ইচ্ছে হলেই ফিরতে পারো;
প্রভাত রবির মত আলো নিয়ে!
তবুও এই কংক্রিট শহরে পথের ধুলো বাতাসে ভাসা অভিমান,
সবুজ করুণ ডাঙা থেকে সুবিস্তৃত বনানী;
মেঘমালার সঞ্চিত বারিধারা-
চাতকের মত তোমায় বারবার ফিরে পেতে চাইবে।
এই অনির্বার টান,আকাঙ্খা ভালবাসা বুঝি?


বলেছিলো,
তুমি আমার অস্তিত্ব,
আমার অচ্যুত শহর,
জননীর আঁচলের মায়া মাখানো অনন্তকালের রেশ,
তুমি কিংবা মৃত্যুতেই লীন;
এই মহাকালের বিষণ্ণতার শেষ!
আচ্ছা,এই অনুভূতির নাম ভালবাসা বুঝি?