আমার দৃষ্টিশক্তি শ্যোন কিংবা চিলের মত প্রখর নয়,
হয়তো তা বিশালাক্ষীর বিশালতায় কৌতুহলী নয়।
নয় সে অন্য কোন রূপসী তে নিবদ্ধ!
নয় কোন অনির্বার,অনিন্দ্য,আকর্ষী সৌন্দর্যে আবদ্ধ।
আমার দৃষ্টিপথ হোক উঁচুনিচু,কুৎসিত বা অনিন্দ্য-
তীব্র কিংবা মৃদু ভাল বা মন্দ;
তা কখনো ই থেমে থাকেনা।
কিন্তু আমার দৃষ্টি তোমাতেই থেমে গেছে!
আমি দৃষ্টি নিবদ্ধ শুধু তোমার ওষ্ঠযুগলের নিচের তিলে!
যেন জীবনান্দের শ্রাবস্তীর কারুকার্য-
যেন ধরণীর সমস্ত রুপ-মাধুর্য!


তুমি মোহ,প্রেম-বিরহ,
তুমি কাল,পুলক-হর্ষ।
তুমি আমার নিঠুর-নিয়তি,ধ্রুবসত্য
তুমি কাল,তুমি ই ঘোর মৃত্যু!


আমার নয়ন তোমার নয়নে আবদ্ধ।
দূর হতে পবিত্রতম ভাবে ভালবেসে যাই তোমায়-
তুমি কী তা জানো?
আমি তোমা হতে লুকিয়ে থাকি।
আমি চাই আমাকে তুমি খুঁজে নাও,
তুমি তোমার মত করে আমায় ভালোবাসো।
তোমাতে মিলিয়ে দাও!


জানো আমার চাঁদ দেখার আগ্রহ নেই,
কিন্তু তোমার বাঁকা ঠোঁটের হাসির স্ফুলিঙ্গ
যখন তিল ছুঁয়ে যাবে;
এমন মনোহরা দৃশ্য দেখার বাসনা,
আমায় আজীবন পোড়াবে!


আমি তোমাকে যতটা ভালবাসি;
কিংবা খুব করে যতটা চাই-
বিশ্বাস করো এমন কেউ নেই!
সত্যি ই নেই!
যে তোমাকে অতটা ভালবাসবে কিংবা চাইবে।


আচ্ছা তুমি কি আমায় বিশ্বাস করে,
হাত দুটি ধরবে?
জীবনের বাকিটা বসন্ত কিংবা শ্রাবণ আমার সাথে কাঁটাবে?
আচ্ছা তুমি কি আমার হবে?
শুধুই আমার!
তুমি কি আমায় ভালবাসবে?
যতটা ভালবাসলে তুমি-আমি তে আর ভেদ না রয়!
আমি ঠিক অতটুকুন ই ভালবাসা চাই!
যতটা ভালবাসলে তুমি-আমি এক সত্তায় পরিণত হয়!