সমস্ত কথামালা রা চুপ হয়ে গেছে,
পর্বতসম প্রতিশ্রুতিপত্র ছিঁড়ে গেছে,
প্রেমিকা নতুন প্রেমিক চিনেছে।
আমি কতটাই না একগুঁয়ে,একরোখা,
আর কতটাই না বোকা!
কত্তসব ছেলেমানুষি চাওয়া-
এইযে একজীবনে তোমাকে শুধু আমার ই হতে হবে!
শুধু আমাকে ই ভালবাসতে হবে।
কিন্তু কি দিব্যি ই না তুমি অন্যদের কে ভালবেসে যাচ্ছো!
অথচ আমাকেই না শুধু ভালবাসার কথা ছিলো?
তুমি ভালো আছো,ভালো থেকো।
আমি ভালো নেই,একদম ভাল নেই!
আমি তোমার মত অন্য কাউকে ভালবাসতেও পারছিনা।
ভালবাসা তো প্রসাদ নয়।
অথচ অবন্তী,তুমি কি নিদারুণভাবে ই ভালবাসা বিলিয়ে বেড়াচ্ছো!


যাকে মনে হয়েছিল নব্য প্রভাতের সূচনা;
তা পর্যবসিত হলো নির্ঘুম রাতের পথচলা!
জীবন যাচ্ছে জীবনের মত করে চলে-
আমি ই তবে আজীবন চন্দ্রাহত,তুমি আমার না হলে!


আমৃত্যু কাছে পাবার তীব্র বাসনা;
থেকে যাবে যুগেযুগে অনিবার-
ভালবেসে জ্বলছি আমি,পুড়ছি বারংবার!
কাছে থেকেও যেন যোজন যোজন দূরত্ব সে,
তবুও তোমাতে হারাই।
জীবন চলছে জীবনের মত-
তোমাকে ছাড়াই!