তোমার জন্য আমি বহমান স্রোতস্বিনী,
তুমি শুভ্র গাংচিল।
ডানা মেলে ভাসবে আমার উত্তাল বুকে-
তোমার জন্য আমি বৃষ্টিবাদল,
তুমি চাতক;
ডাকলেই চলে আসব।


তোমার জন্য আমি গ্রীষ্মের শীতল বাতাস,
কিংবা সুশীতল জলকণা -
তোমার জন্য আমি বর্ষাবিধৌত নব্য পৃথিবী,
তুমি পলকহীন বিমুগ্ধা চোখ।
তোমার জন্য আমি শরতের শুভ্রমেঘ,
কাশফুলের আলতো ছোঁয়া।


তোমার জন্য আমি হেমন্তের নতুন ধান,
তুমি ধানমঞ্জুরের সুমিষ্ট ঘ্রাণ,
তুমি কৃষকের হাসি।
তোমার জন্য আমি শিশিরসিক্ত শিউলি,
যে তোমার স্পর্শেই তার পূর্ণতা পায়।
তোমার জন্য আমি হীমশীতল পরশ,
তুমি বহুযাচিত মৃদুতর রোদ।


তোমার জন্য আমি চিরবসন্ত-
তুমি আহরণী,রংধনুর প্রজাপতি।
তোমার জন্য সবকিছুই আমি-
তোমার কালের সবটুকু জুড়ে হোক,
এই প্রেমিকের গতি!


তোমার সুখের জন্য আমার সর্বস্ব ছেড়ে দিব-
বিনিময়ে তোমার বেদনা নিবো!


আমি তোমাকে আমার বাহুডোরে
নিরাপদে রাখতে চাই-
আমি শুধু তোমার কথা শুনতে পাই।
শুধু তোমার কথা বলতে চাই