হয়তো তোমার স্পর্শ পেলেই-
বদলে যেত আমার ভাগ্যরেখা,
অনন্ত নক্ষত্রাদি তাদের অবস্থানে থাকতো।
নীরহারা পাখি নীড় খুঁজে পেত!


আর তোমার স্পর্শে পেলেই-
আমার আজন্ম কামনাবাসনা পুর্ণতা পেত!


শহরে যে ক্ষণে হয়েছিল তোমার ভালবাসার সূচনা,
সেই মহাসন্ধিক্ষণেই আমার মৃত্যু হয়েছিল!


কোন এক রোদওঠা গ্রীষ্মের দ্বিপ্রহরে,
থমকে যাওয়া নীরবতায়,কলরবের কারণ হবো।
সরোবরের প্রস্ফুটিত মুঠিভরা আঁজলা পদ্ম হবো!
হয়তো ভেসে বেড়াব শরতের সুনীল আকাশে,
কিংবা কোন এক বর্ষাধোয়া বিকালে পবিত্র ফুল কুঁড়াবো!


তোমার জন্য বন্যা কিংবা আগ্নেয়গিরি হবো!
খুব করে জন্মান্তরবাদে বিশ্বাস রাখবো।
এইজন্মের অপুর্ণতা ঘুচাবো-
বিশ্বাস করো তোমার স্পর্শ পেলেই প্রেমিক হবো!
একান্ত ই তোমার হবো!