এ কোন অকালে নতুন সন্ধি,
অশ্রাবণে অঝোড় বৃষ্টি।
ফেলে আসা স্মৃতিপটে বন্দি-
স্মৃতিগাথার কাব্যে তোমার সৃষ্টি।।
        
সময়ের স্রোতে এ কোন আমি!
বাইরে চিরায়ত বসন্ত,
ভেতরে অঝোর শ্রাবণ-
অযাচিত বিসর্জনে হ্ম্রান্ত!


তুমি বলেছিলে তাই,
পার করেছি সহস্র অপেহ্মার প্রহর,
জীর্ণশীর্ণ ভাবনা ধুলাজমা শহর
চলে গেছে কতশত বসন্ত,
শ্রাবণ ঝড়োঝড়ো,
কেঁটে গেছে বছর দশ-বারো।
শুধু তুমি বলেছিলে তাই!  


আকাশ নীলে তোমায় নিয়ে
লিখে চলি অবিরত
আমার আকাশ তোমায় ঘিরে
আকঁছি-ভাবছি শত।


সহস্র পথের বাঁকে,
নিযুত পাতার ফাঁকে।
তোমারেই খুঁজিতেছি শত-
বৃষ্টিবাদল রে চাতক চাহে যত।


কার টানে,কার গানে
বাঁধো তুমি সুর?
তোমায় খুজেঁ ছন্নছাড়া
তোমাতেই সুরাসুর।