জীবন কেন অতি ক্ষুদ্র সময়?
যেন তা পদ্মপাতার জল;
আমার ভালবাসার জন্য শতাব্দীকাল যথেষ্ট নয়!
তাই আমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে-


অনন্তকাল তোমাকে পেতে,
অনন্তকাল তোমার সাথে বাঁচতে।
প্রতিটি জ্যোৎস্নায় জ্যোৎস্নাবিলাস করতে,
বৃষ্টিতে একসাথে ভিজতে,
শরতের শুভ্রমেঘে ভাসতে-
প্রতি বসন্তে উৎসবে,একসাথে রঙিন হতে,
সকাল কিংবা সন্ধ্যায় চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে,
আমার ঘোর নিষঙ্গতায় কিংবা মুখরিত কলরবে।
জীবনের প্রতিটি অনিন্দ্য কিংবা তিক্তবেলায়!
ক্ষুদ্রাতিক্ষুদ্র সময়ের জন্যও তোমার হতে দূরে যেতে চাইনা


তোমার বিরহ বা সুখ,ভাল কিংবা মন্দ;
অনিন্দ্য বা কুৎসিত,সবটা মিলে মিশে যাও আমাতে।
তোমার হাসি আমার শক্তি-
তোমার দুখ আমার কালো মেঘ;
তোমার ভালবাসা আমার হৃদস্পন্দন-
তুমি পাশে থাকলে আমি স্বর্গস্থিত সুধা পাই!
নিজেকে সবচেয়ে সুখী মনে হয়।
এই সুধারস আস্বাদন হেতু,
তোমাকে অনন্তকাল পাশে চাই।


আমি কথা দিচ্ছি-
আমি তোমার রব,কাল হতে অন্য কালে;
বিধির লিখন,ভাল-মন্দ যা থাকুক ভালে।
হৃদয়ের অশান্ত উত্তাল দিশাহীন সমীরণে,
তুমি মিশে যাও এ মনে-প্রাণে।
জেনে নিও প্রিয়তমা,
মৃত্যুও কেড়ে নিতে পারবে না এ বন্ধন!