নিভৃত নীরবে সবার আড়ালে,
ধীরে ধীরে যে ক্ষয়ে যায়-
কে রেখেছে তার খবর?
স্রোতের বিপরীতে নাম মিলেছে;
পথভ্রষ্ট উঁড়ু যাযাবর!


অল্পবিস্তর অভিমানের দূরত্ব;
ভালবাসা বাড়ায়,তীব্র প্রণয়ের কারণ-
অধিক দূরত্ব বিচ্ছেদ ঘটায়।
প্রেমিক বানায়,জ্বালায় আমরণ!


এতটা ভেঙ্গেচুরে ভালবাসার পর তুমি বরং নিত্য একা ই থেকো,
চিলের মত আজন্ম নিঃসঙ্গ একা-
কিংবা হেলাল হাফিজের মত ভীষণ নিষঙ্গ,আমৃত্যু একা!
ভরা যৌবনে কারো জন্য অকাল বার্ধক্য বা চিরায়ত জীর্ণতা থাকুক;
শ্রাবণে বা অশ্রাবণে বুকের ভিতর বিরহ ধারা নামুক!