প্রেমিকা,
মেলে নি অজস্র বাধঁভাঙা প্রশ্নের উত্তর,
আসেনি বহু প্রতীক্ষিত প্রতিত্তোর।
অপেক্ষার প্রহর বেড়ে ই গেছে-
নিশিথের বটের নিশ্চুপ,শান্ত সে কথামালা,
নির্জনতায় নিবিড়ে মনোরাণ্যে বেড়ে চলেছে ডালপালা।
বর্ষা,শরৎ কিংবা হেমন্তের কোনো প্রহরে-
ব্যকুল মন আমার উত্তর খোঁজা মোহঘোরে!


প্রেমিকা,
তোমার জন্য আজীবন চন্দ্রাহত হওয়া প্রেমিকের বেদনা বুঝতে পারো?
তোমার শুন্যতায় অন্তসাড়,অস্তিত্বহীন জড়ের খবর রাখো?
কোনো এক ধবধবে জ্যোৎস্নায় সে নবজন্মা প্রাপ্ত হয়!
তোমার চোখে অবিরাম পুড়েও সে খাঁটি নয়!
অথচ সে গণিকাগামী নয়!
কিন্তু তুমি তো লোকচক্ষুর অন্তরালে এক গণিকা ই মাত্র!
হাওয়ার পরিবর্তন হয়,
কোন এক বর্ষায় মরা নদীতে অপ্রয়োজনীয় জোয়ার আসে!
না চাইতেই খুব সন্তর্পণে ভালবাসার নদী কলকলিয়ে উঠে,
বলে,প্রেমিকা তুমি চাঁদ ও পতিতা!


তোমার জন্য প্রেমিক মত্ত বসন্ত বিলাসে,
আমি উদাস,নির্লিপ্ত,বেখেয়ালি ভবঘুরে।
সে-তুমি ভেসে বেড়াও সুনীল স্বচ্ছ আকাশে-
অভিমানের কালো মেঘ থাকুক আমার হৃদয় জুড়ে!