তুমি ক্ষুদ্রাতিক্ষুদ্র বালুকণা হও,
কিংবা জলফোঁটা হও।
তরল,কঠিন কিংবা বায়বীয় হও-
প্রয়োজনে নিখাদ উদ্বাহী হয়ে ছেড়ে যাও!
তবুও সংকর,অর্ধ-উদ্বায়ী কিংবা যৌগিক হয়ো না।


তুমি শ্রেয়ষ্কর থেকে অনিন্দিতা হও-
আপাত কিংবা পরিবর্তনশীল হয়ো না।
কুন্তলের অগ্রভাগের মত ক্ষুদ্র হও;
ফোটন কিংবা গ্লুওন হয়ে রও!
নিকৃষ্ট বা উৎকৃষ্ট হয়ে বাঁচো।


তুমি যা ই হও-
অন্তত একসত্তা হও!
বহুগামী কিংবা মিশ্রণ হইয়ো না।
স্ব-সত্তায় বড় হও,কিংবা মরে যাও,
প্রিয়তমা,
অন্ততপক্ষে তুমি মৌলিক হও!