তোমায় খুঁজে ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম-
নদীটির ধারে,অনেক রাতে, অন্ধকারে অশ্বথের নিচে;
বিরান রাতে নিশিন্দার ছোঁয়া বাতাসে, মায়ার মন্ত্রধ্বন্নিতে ঘুম ভাঙে.............
হয়তো আমার নদীর জোয়ারে তোমার তরী এসেছে ভেবে,
চোখভাঙা ঘুমে তোমাকে খুঁজে বেড়ায়!
.


একসময় ভরা কোটালে তীব্র এক জোয়ারের সঙ্কা জাগে -
এই যে দিন কে দিন তোমার কাছে আমার খুব গোপনীয়;
একান্তই ব্যক্তিগত কিছু সত্তা উন্মোচন করে চলছি...............
প্রচলিত ব্যাসের বাইরে বৃত্তের জ্যা'তে এক  অযাচিত অতিথি হয়ে জেঁকে বসেছি।
.
সহজাত প্রবৃত্তিকে দমিয়ে রাখার ঘোর পাপ আমি করতে পারবো না.........
অভিব্যক্তির মাহেন্দ্রক্ষণে এই অবেলায়-
প্রিয়,
'মহাকাল' তোমাকে স্বাগত জানাই!
.


এই অবেলা থেকে রোদ হয়ে ছুঁয়ে যাবো-
বৃষ্টি হয়ে মিশে যাবো তোমার দেহের উত্তাপতায়!
বসন্ত হয়ে ফুটবো তোমার মনের কামনায়।
কষ্ট নিয়ে মিলিয়ে যাবো শীতের কুয়াশায়।
হৃদস্পন্দন হয়ে মিশে রবো তোমার কায়ায়!
.


তোমার চোখের তারায় আয়না হবো-
কাঁজলভেজা কান্না হবো,আদর-সোহাগের বায়না হবো!
মহাকালের মত রাত হবো.........
আকাশভরা জ্যোৎস্নায় রাত পোহাবো।
ক্ষণস্থায়ী এই জীবনে-
একান্তই শুধু তোমার তুমুল প্রেমিক হবো!