আমার ভালবাসা সন্ধ্যার ধ্রুবতারা,
কিংবা প্রভাত রবির মত-
কালদীর্ঘায়নের সূত্র ভেঙ্গেছে;
ঠিকানা পায়নি,ভালবাসা ছিল যত!


তুমি শুনেছ,হয়তো বিশ্বাস করোনি;
তুমি দেখেছ,হয়তো বুঝোনি-
তুমি বুঝেছ কিন্তু মানো নি;
হয়তো একজীবনে-
কোন কিছুর বিনিময়ে ই আমায় চাওনি!


ভালবাসা তুমি বরং দূরে ই থেকো।
যেমন করে খাঁ খাঁ মরুতে তৃষাতুর প্রেম জাগে-
মৃত্যুর মত শুনশান নীরবতায় অপেক্ষারত প্রেমিক,
বেদনাভারে তীব্র পুলক জাগে!


ভালবাসা তুমি বরং দূরে ই থেকো।
দূর হতে যেমন প্রেমিক চোখ জুড়ায়;
অতীত চাঁদের চন্দ্রবিলাস,
চন্দ্রাহত প্রেমিক কে পোঁড়ায়!


সে ছিল অন্য আকাশের চাঁদ,
ছিলোনা আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র বৃত্তে।
সে হয়তো অন্য কারো রাত-
কিন্তু কী ভীষণভাবেই না রয়ে গেছে আমার চিত্তে!