ভালবাসা তুমি মরুর বালির উপরে বাজপাখির লড়াই,
তার কাছে তুমি দিগন্তবিস্তৃত সবুজ শস্যক্ষেত্র-
যে তোমার কাছে বারবার ফিরে আসে।
ভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা;
কিন্তু বৃত্তের কেন্দ্র একই,তা ধ্রুব!
ভালবাসা তোমায় প্রতিনিয়ত  কৃতজ্ঞ করে
তাই তুমি কৃতজ্ঞের মত বারবার তার কথা কিংবা ভাবের প্রশংসা করো!


ভালবাসায় মনের সাথে মনের বন্ধুত্ব হবে,
দুই আত্মা মিশে এক রবে-
সে বন্ধু কিংবা ভালোবাসা কখনো বিশ্বাসঘাতকতা করেনা!


ভালবাসা তুমি এমন এক অদ্ভুত ভাষা-
যা লেখা বা পড়া কিংবা বোঝার জন্য,
কোনো শব্দ,বাক্য,অলংকারের প্রয়োজন নেই!
সেটাই ভালবাসা-
যেখানে,অহমিকা বোধ নিঃশেষ হয়।
যাতে আমি বোধদ্বয় থাকেনা,
যাতে আমি'র পরিবর্তে আমরা আসে।


ভালবাসা তুমি প্রাণবন্ত যুবকের জীবদ্দশায় নীরব মৃত্যু-
তুমি জেনে শুনে বিষপান কিংবা হেমলকের মত তিক্ত সত্য!


ভালবাসা তুমি অনির্বার সাধনার ফল,
বিবর্তনের ধারায় অভিযোজিত কামনার বস্তু।


ভালবাসা তুমি জেনে শুনে আগুনে হাত দেওয়া,
ভালবাসা তুমি অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতা!