যদি থাকতে-
সুখেদুঃখে হাত বাড়িয়ে দক্ষিণের দুয়ারে,
যদি জড়াতে,আহা যদি জড়াতে-
অনন্তকাল শ্রাবণে-অশ্রাবণে,
খুব করে,তোমার বাহুডোরে!
জন্মাবধি আমার দুর্বিনীত মন
চঞ্চল চোখ,তৃষাতুর চঞ্চু.......
আমৃত্যু স্থির হতো তোমার মনবায়ুতে-
নিথর স্থব্ধ চোখের কৃষ্ণবৃত্তে।
অমৃতের স্পর্শ শুষ্ক চঞ্চুতে!


নিকট সান্নিধ্য প্রত্যাশী নির্বাসিত ইচ্ছেরা জানে-
একমাত্রিক সময়ে,দ্বিমাত্রিক পৃথিবীতে;
বহুমাত্রিক তোমাকে চেয়েছিলাম-
ধ্রুব রাশির চিরস্থায়ী আবর্তনে।
চেয়েছিলাম-
শতবৎসরের তীব্র লালিত প্রণয় মাত্রায়-
অনিশ্চিত জীবনের মহাযাত্রায়,
একান্তই তোমাতে,আমৃত্যু মিলতে চেয়েছিলাম.........


অরিত্রি,তুমি হয়তো-
আমার নিতান্ত ই অষ্টপ্রহরের ঘোর ভ্রান্তিবিলাস।
হয়তো অদৃষ্টের অনিবার্য নির্মম পরিহাস,
না হয়তো-
আতাতায়ীর হাতে নিহত বহুকাঙ্ক্ষিত গণতন্ত্র!