প্রেয়সী,
যে শুধু তোমার উষ্ণতা ই চেয়েছে-
কামাতুর হয়ে স্তন ই মেপেছে;
আচ্ছা,সে কি কখনো তোমার হৃদয় চিনেছে?


শুনেছি তুমি নাকি খুব অসুস্থ থাকো,
কারো জন্য বড্ড ভীষণ জ্বর-
ঠাঁই দিয়েছো অবিশ্বাসী ঠিকানা;
সতত জ্বালায়-পোড়ায়,ভীষণ স্বার্থপর!


তোমারও নাকি ইচ্ছে করে,
তার গন্ধ মেঘে থাকতে-
অন্য শরীরের গন্ধ ছোঁয়ায় মত্ত সে;
শশব্যস্ত নতুন গন্ধ মাখতে।


আচ্ছা,তোমার ফুলশয্যায়;
কোন প্রেমিকের শেষশয্যায় আবর্তনের খবর কি রাখো?


আমি বিরহবিধুর হয়ে,
ঘুম ভাঙা প্রতিটি নির্ঘুম রাতে,
পাখির ডাক হয়ে রয়েছি তোমার জালনাতে।
তুমি দেখেছো,শুনেছো-
তুমি চেয়েছো তবুও ফিরতে পারোনি,
কারণ তোমার শিকড় অন্য মাটিতে,অনেক গভীরে!


হারিয়ে গিয়েছি কালো স্রোতে,
তোমার নব্য মিলনের পূর্বরাতে।
নরলোকের বেদনাগ্রস্ত বাষ্পযানে-
নির্ঘুম রাতের নিঃসঙ্গতার সাথে!


দীপ্তিময় আভায়,জীবন্মৃত আমায়;
শশব্যস্ত হয়ে খুঁজো না!