কেউ ফিরেছে,তবুও কেউ ফিরে,হয়তো ফিরবে?
তারার কাছে ফেরার নেই-
তবুও তো আশায় বাঁধে বুক.....
অনর্গল ডেকে যায় বিরহিণী দরজার ওপাশে,
সব দেবতারে ছেড়ে,অষ্টপ্রহর খুব করে-
নোনা গঙ্গাজলে ডোবে দুর্জ্ঞেয় প্রার্থনা,
তোমার সকাশে.......


কোনদিন তাকে পাব নাকো আর,
যক্ষ স্বপ্নের অবয়ব চলে যায় অতল বিস্মৃতির অন্তরালে।
অষ্টপ্রহর আমার অসংখ্য তুলি রং হারায়
নীল বিষাদের ছোবলে!
প্রকৃতির বিষাক্ত ছোবল জ্বালা ধরায় বুকে।
ছুটে চলা বিরান পথে,ভুল দরজায় কী আশায়?
কোন ইচ্ছার নির্বাসন দেই ঘোর অসুখে,
সূর্যের কোমল আলো পথ খুঁজে নেয়-
দূর কুয়াশার ফাঁকে!


ওরা চলে যায় সূর্যাস্তের মত আঁধার দিয়ে,
ওরা ফেরে না-
প্রভাত রবির মত আলো নিয়ে!
ওরা যাক,
যার যাবার সে-তো  যাবেই।
সবকিছু স্মৃতি হয়-
ভেসে যায় নক্ষত্রের কানে!