চৈতী রাতে বিরহে তনু উঠেছে ভ'রে
নিদ্রা নাশি নয়ন ভাসে গো কার তরে-


কত বেদনা আজি পরাণে উথলি ওঠে
আঁধারে ঘেরা নিশি গগন জাগিছে সাথে
দমকা বায় সম ব্যথায় গুমড়ে মরে।।


কার বাঁশিতে ব্যথার সুর বাজে এ রাতে
মম প্রাণের গোপন সুর মিলিছে তাতে-
যে শরাঘাতে হৃদয়ে ছোটে রুধির ধারা
সে আঘাতের পরশ মেগে চিত্ত হারা
এ দাগা লাগি কী মোহ জাগে বক্ষ জুড়ে।।




রচনাকাল- ০১/০৪/২১