আয় রে ক্ষ্যাপা বাঁধনহারা আয় ছুটে আয় আয় -
এখানে এ তপ্ত মরুর বুকে আজি ঝর্ণা হয়ে আয়।।


উর্ধ্বমুখে নরনারী নয়ন প্রদীপ জ্বেলে
বক্ষফাটা আর্তনাদে সাড়া যদি মেলে
মন্দ কি তাই অশ্রুরেখা যায় ধুয়ে যায় যায়।।


আজকে সবাই এক হয়েছে তোরে পাবার আশে,
তুই কি এমন পাষাণ হবি থাকবি না আর পাশে?


হেথায় মানুষ তৃষ্ণা বুকে প্রাণ শুকায়ে মরে
কোথায় রে তোর শীতল ধারা আজি পড়ে ঝরে
বাষ্প ওঠা জীবনটাকে স্বস্তি দিতে আয়।।